আজকের আলোচিত ছবি: ০৯ জানুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শরীয়তপুরে স্থাপিত হবে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। ছবি: ইয়াসিন কবির জয়
-
পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানার মামলায় গ্রেফতারের ৩২ দিনের মাথায় কারামুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তারা ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়েছেন। ছবি: জাগো নিউজ
-
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষিখাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি সই করেছে রূপালী ব্যাংক লিমিটেড। এ চুক্তির আওতায় রূপালী ব্যাংক ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষিদের সর্বোচ্চ ৪ শতাংশ হারে কৃষিঋণ বিতরণ করতে পারবে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অনুমোদনহীন ছয় ইটভাটার মালিককে ২৪ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটার দুই লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত দৌলতপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। ছবি: জাগো নিউজ
-
প্রকৃতি বড় রহস্যময়। সে চাইলে মুহূর্তের মধ্যে তলিয়ে দিতে পারে বিস্তীর্ণ সমভূমি, তেমনি বৃষ্টি ঝরিয়ে সবুজ প্রাণে ভরিয়ে দিতে পারে পারে ধূসর মরুর বুক। সম্প্রতি সৌদি আরবে এমন অবিশ্বাস্য ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে, কয়েক সপ্তাহের টানা বৃষ্টিপাতের পর সবুজে ভরে উঠেছে মক্কা-মদিনার পাহাড়-পর্বতগুলো। ছবি: সংগৃহীত