আজকের আলোচিত ছবি: ০৮ জানুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস গণভবনে সৌজন্য সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
বাংলাদেশ নিয়ে বিদেশিদের ‘মাতব্বরি’ দরকার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ওনারা আগে নিজেদের আয়নায় দেখুক। আজ দুপুরে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রমের উদ্বোধন শেষে মন্ত্রী এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আগামী প্রজন্ম স্মার্ট বাংলাদেশ দেখবে। আর সেই রাস্তাটা আওয়ামী লীগ সরকার করে দিয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আমরা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলাম। আজ বিকেলে মিরপুর-১ নাম্বারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সরকারিভাবে বাংলাদেশকে বিপজ্জনক জৈব রাসায়নিক কীটনাশক-ডিডিটি থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি জানান, বিভিন্ন পর্যায়ে ২২ ডিসেম্বর সাতটি কনটেইনার রপ্তানির মধ্য দিয়ে দেশকে ডিডিটি মুক্ত করা হয়েছে। আজ সচিবালয়ে বিশ্ব জীববৈচিত্র সম্মেলন বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
ভারতের রাজধানী নয়া দিল্লিতে পুলিশের ওপর হামলা চালিয়েছেন আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ১০০ নাগরিক। আজ নয়া দিল্লির নেব সেরাইয়ের রাজু পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা সবাই ওই এলাকায় বসবাস করেন বলে জানা গেছে। ছবি: সংগৃহীত