আজকের আলোচিত ছবি: ০৭ জানুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটির নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে নেতারা শ্রদ্ধা জানান। ছবি: জাগো নিউজ
-
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে পৈতৃক জমি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে প্রধানমন্ত্রী এ জমি পরিদর্শন করেন। এ অঞ্চলের জমিগুলো বছরের ৮-৯ মাসই পানির নিচে থাকে। ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করে এসব জমি চাষ উপযোগী করে তোলার ব্যাপারে নির্দেশনা দেন সরকারপ্রধান। ছবি: জাগো নিউজ
-
শীতে রাজধানীর জনজীবনও বিপন্ন। তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যমেলার বেচাকেনায়ও। সরকারি ছুটির দিনেও মেলায় কমেছে ক্রেতা ও দর্শনার্থী। আজ বাণিজ্যমেলা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, মেলা শুরুর পর প্রথম ছুটির দিন (গতকাল শুক্রবার) ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কিছুটা বেড়েছিল। তবে তীব্র শীত পড়ায় আজকের চিত্র ব্যতিক্রম। ছবি: মাহবুব আলম
-
পৌষের হাড় কাঁপানো শীতে সারা দেশের মতো কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা। কনকনে শীতে কাহিল হয়ে পড়েছে সব শ্রেণির মানুষ। মৃদু শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা আরো বেড়েছে। ছবি: আহসানুর রহমান রাজীব
-
আকাশছোঁয়া দামের কারণে টুনা মাছ বরাবরই ‘কালো হীরা’ নামে পরিচিত। তার ওপর আকার হয়েছে বিশাল। সব মিলিয়ে নিলামে দৈত্যাকার সেই টুনা মাছটির দাম উঠেছে প্রায় তিন কোটি টাকা। যদিও টুনা মাছের অতীত রেকর্ডের তুলনায় এই দাম নিতান্তই কম। তবু এটিকে মহামারির মন্দাভাব কাটিয়ে ওঠার ইঙ্গিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ছবি: সংগৃহীত