আজকের আলোচিত ছবি: ০৫ জানুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ দুপুর ১ টায় মাননীয় তথ্য মন্ত্রী মহোদয়ের সাথে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় শিম্পী কল্যাণ ট্রাস্ট, অগ্রজ ও গুণী শিল্পীদের বিটিভিতে আরো বেশি কাজের সুযোগ, অভিনয় পেশার স্বীকৃতি, স্কুল কলেজে অভিনয়, সংগীত নৃত্য আবৃত্তি বিষয় হিসেবে সংযুক্তিসহ আরো নানা বিষয়ে আলোচনা হয়। ছবি: জাগো নিউজ
-
২০২২ সালের ডিসেম্বরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালে ৮১ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয়ের প্রত্যাশা করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ ‘অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
গত কয়েকদিন বরিশালে তীব্র শীত অনুভূত হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের জনজীবন। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছে পেশাজীবী মানুষ। তবে বেশি ভোগান্তির শিকার হচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রয়োজন ছাড়া অনেকে ঘরের বাইরে বের হচ্ছেন না। ছবি: জাগো নিউজ
-
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উপলক্ষে সুস্বাদু ও পুষ্টিকর মি. নুডলস ক্রেতাদের দিচ্ছে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় উপহার। একই সঙ্গে রয়েছে দর্শনার্থীদের জন্য নুডলস খাওয়ার সুব্যবস্থা। আজ মেলা প্রাঙ্গণে মি. নুডলসের প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছবি: মাহবুব আলম
-
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আট সদস্য রয়েছেন। তাছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। ছবি: সংগৃহীত