আজকের আলোচিত ছবি: ০২ জানুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিএনপিকে মোকাবিলা করা আমাদের জন্য কোনো কঠিন কাজ নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে বিএনপির সাংঘর্ষিক রাজনীতি। আজ দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সিনেমা হল মালিক সমিতি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ঘর ছেড়েছিলেন তাজকিয়া তাবাসসুম নামে এক শিক্ষার্থী। দাখিল পরীক্ষা শেষ করে মায়ের ফোন নিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। সেখানেই পরিচয় হয় এক নারীর সঙ্গে। সেই নারীই মূলত তাজকিয়াকে কথিত হিজরতে ঘর ছাড়তে উদ্বুদ্ধ করেন। তাজকিয়ার সঙ্গে আরও আট তরুণ-তরুণী কথিত হিজরতে বান্দরবানের উদ্দেশ্য রওনা হন। গত ২২ ডিসেম্বর তাদের উদ্ধার করে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুর গেছেন। আজ সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইট যোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের ৬৪ জন অস্থায়ী কর্মচারীকে একসঙ্গে চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। আজ সকালে চট্টগ্রাম মহানগরীর সরাইপাড়াস্থ আঞ্চলিক কার্যালয়ে তারা সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ওমর ফারুক। সংবাদ সম্মেলন থেকে ৬টি দাবি তুলে ধরা হয়। ছবি: জাগো নিউজ
-
মেক্সিকোর সীমান্তবর্তী শহর জুয়ারেজের একটি কারাগারে সশস্ত্র হামালার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। পরে শহরের আরও বেশ কয়েকটি স্থানে হামলার ঘটনায় দুইজন নিহত হয়েছে। চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটর এক বিবৃতিতে জানিয়েছে, কারাগারের হামলায় যারা মারা গেছে তাদের মধ্যে ১০ জন নিরাপত্তাকর্মী ও চারজন বন্দি রয়েছে। ছবি: সংগৃহীত