আজকের আলোচিত ছবি: ৩০ ডিসেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
যে ক্লাবের হয়ে ফুটবলার হিসেবে বেড়ে উঠেছিলেন, যে ক্লাবের মাঠে খেলেছিলেন জীবনের বেশ কিছু স্মরণীয় ম্যাচ, সেই ক্লাব সান্তোসের মাঠেই অনুষ্ঠিত হবে কিংবদন্তি ফুটবলার পেলের শেষকৃত্যের অনুষ্ঠান। বৃহস্পতিবার রাতেই দুনিয়ার মায়া চিরদিনের জন্য ত্যাগ করে যান সর্বকালের সেরা ফুটবলার এডসন আরান্তেস ডো নাসিমন্তো (পেলে)। ছবি: সংগৃহীত
-
দুপুর ১২টা বাজার আগেই বন্ধ করে দেওয়া হয় মেট্রোরেলে প্রবেশের মূল গেট। এতে ক্ষুব্ধ হয়ে পড়েন বাইরে অপেক্ষায় থাকা যাত্রীরা। সকাল থেকে অপেক্ষার পর মেট্রোরেলে চড়তে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এসময় মূল গেটে ধাক্কাধাক্কি করেন অনেকেই। কেউ কেউ আবার গেট টপকে স্টেশনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: মাহববু আলম
-
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিজয়ের মাসে আমাদের মেট্রোরেল উপহার দিয়েছেন। কিছুদিন আগেই পদ্মাসেতু উপহার দিয়েছেন। এগুলো জনগণের সম্পদ। আজ সকালে রাজধানীর মহাখালী একটি অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
গণমিছিল কর্মসূচির নামে বিএনপির যে কোনো ধরনের নাশকতামূলক অপতৎপরতা মোকাবিলায় রাজধানীতে সতর্ক অবস্থান নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতারা ৯টি টিমে ভাগ হয়ে ঢাকার গুরুত্বপূর্ণ ৯টি স্পটে আজ পাহারা বসায়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ইউক্রেনের শহরজুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠে শুক্রবার ভোরে। হামলার আশঙ্কায় কিয়েভের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ইউক্রেন সরকারের দাবি, গত ফেব্রæয়ারিতে রাশিয়া যুদ্ধ শুরু করার পর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বৃহস্পতিবার। রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে বিভিন্ন শহরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ছবি: সংগৃহীত