আজকের আলোচিত ছবি: ২৯ ডিসেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অন্যান্য দেশের বিবেচনায় ঢাকার মেট্রোরেলের ভাড়া বেশি নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এখন রিকশায় উঠলেই তো ন্যূনতম ২০ টাকা ভাড়া দিতে হয়। সুতরাং ঢাকার মেট্রোর ভাড়া তো বেশি নয়। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন চান চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি)। আজ বিকেলে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র তুলেছেন তিনি। বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করলে সেসব আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১ ফেব্রæয়ারি ওই ৬টি আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে। ছবি: মাহবুব আলম
-
মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশনে বেলা সাড়ে ১১টায় তালা লাগিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। অথচ টিকিটের জন্য এখনো লাইনে দাঁড়িয়ে আছেন হাজারো যাত্রী এবং দর্শনার্থী। টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টিকে বেশি বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, মানুষের বিশ্বাস শুধু জাতীয় পার্টিই (জাপা) দেশে সুশাসন দিতে পারবে। আজ জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলটির ঢাকা মহানগর উত্তরের কর্মীসভায় চুন্নু এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
ইউক্রেনের বড় বড় শহরকে কেন্দ্র করে রাশিয়ার বিমান হামলার সতর্কতায় রেড এলার্ট জারি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পোদোলিয়াক দাবি করে বলেছেন, জনবহুল ও বেসামরিক অবকাঠামো টার্গেট করে রাশিয়া আরও ১২০টি মিসাইল ছুঁড়েছে। ছবি: সংগৃহীত