আজকের আলোচিত ছবি: ২৭ ডিসেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৮টায়। ভোটারদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। ছবি: জীতু কবির
-
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট পড়ার গতি ধীর হওয়া সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএমের গতি অবশ্যই ব্যালটের চেয়ে ধীর হবে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভিতে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন মনিটিরিংকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
জিয়াউর রহমানের আমলে পুরো দেশকে কারাগার বানানো হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
মহামারি করোনাভাইরাস ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা, রিজার্ভ সংকটসহ নানা কারণে জাহাজ নির্মাণকাজে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে নবনির্মিত শিপবিল্ডিং শেড-২ এবং বিভিন্ন পূর্ত কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আজ এ মন্তব্য করেন। ছবি: মোশ্বির শ্রাবণ
-
ভয়াবহ শীতকালীনঝড়ে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ এলাকা বিপর্যস্ত। দেশটিতে তুষারঝড়ের কবলে পড়ে ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। নিউইয়র্কের এরি কাউন্টিতেই মারা গেছেন অন্তত ২৭ জন। স্থানীয় সময় সোমবার (২৭ ডিসেম্বর) কাউন্টির কর্মকর্তারা এসব তথ্য জানান। ছবি: সংগৃহীত