আজকের আলোচিত ছবি: ২৬ ডিসেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বর্তমান সময় সংকটময় সেটা বাংলাদেশের মানুষ জানে। কারণ সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। তবে এ অবস্থা থাকবে না জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ দুপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জনস্বাস্থ্য রক্ষা ও অসংক্রামক রোগ প্রতিরোধে বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে আরও শক্তিশালীকরণের বিকল্প নেই। প্রতিদিন তামাকজনিত রোগে প্রায় ৪৫০ জন মানুষ মারা যাচ্ছে, তাই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশেন (বিএমএ) বরিশাল ইউনিট। ছবি: জাগো নিউজ
-
বিশ্ববিখ্যাত অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। তার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, বাড়ির আঙিনায় তৈরি অস্থায়ী চুলায় হাঁড়িতে রান্না করছেন তিনি। তাতে লাকড়ি দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছেন সাকিব। আরেকটি ছবিতে দেখা যায়, গরুর মাংস রান্না করছেন সাকিব আল হাসানের স্ত্রী শিশির। তার পাশে দাঁড়িয়ে আছেন সাকিব। ছবি: ফেসবুক
-
‘মোংলা বন্দরের আপগ্রেডেশন’ প্রকল্পের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি (পিএমসি) পরিষেবাসমূহের চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে এ স্বাক্ষর হয়। প্রকল্পটি ভারত ও বাংলাদেশ সরকারের প্রতি সম্প্রসারিত ৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের রেয়াতি লাইন অব অব ক্রেডিটের অধীনে করা হচ্ছে। ছবি: জাগো নিউজ
-
যুক্তরাষ্ট্রে তুষার ঝড় ও মাত্রাতিরিক্ত ঠান্ডায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪ জন। তাছাড়া, ঝড়ের কারণে কয়েকদিন ধরে একপ্রকার থেমে আছে দেশটির জনজীবন।ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি আজ এক প্রতিবেদনে জানায়, ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্কের বাফেলো শহর ও শুধু এখানেই মারা গেছেন সাতজন। ছবি: সংগৃহীত