আজকের আলোচিত ছবি: ২৫ ডিসেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দশমবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় আজ গণভবনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদ। আজ সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি প্রথমে পুষ্প-স্তবক অর্পণ করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ উদযাপিত হয়েছে। ছবি: মাহবুব আলম
-
খরা কাটিয়ে কক্সবাজারে বেড়েছে পর্যটক সমাগম। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকে শনিবার (১৪ ডিসেম্বর) রাত পর্যন্ত আবাসন, খাবারসহ সেবাধর্মী পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় বিকিকিনি হয়েছে সন্তোষজনক। এতে উৎফুল্ল পর্যটন ব্যবসায়ীরা। ছবি: সায়ীদ আলমগীর
-
আফ্রিকায় পড়া ১৫ মেট্রিকটন ওজনের একটি গ্রহাণু বা উল্কাপিণ্ড থেকে দুইটি খনিজ পদার্থ পাওয়া গেছে। এর আগে পৃথিবীতে কখনো এই ধরনের খনিজের সন্ধান পাওয়া যায়নি। ছবি: সংগৃহীত