আজকের আলোচিত ছবি: ২৩ ডিসেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
শনিবার (২৪ ডিসেম্বর) মফস্বলে বিএনপির ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনার আশঙ্কা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ক্ষেত্রে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। আজ বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগের সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে এসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ব্যর্থতা হিসেবে দেখছেন এলিট ফোর্স র্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ আলম। তিনি মনে করেন, জঙ্গিরা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করলেও অব্যাহত অভিযানে তারা সুসংগঠিত হতে পারবে না। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের নিরাপত্তা ভেন্যু পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলছে রিহ্যাব ফেয়ার-২০২২। মেলার তৃতীয় দিন আজ সাপ্তাহিক ছুটি থাকায় জমজমাট হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের ফ্ল্যাট ও প্লটের বিভিন্ন দিক তুলে ধরছে ক্রেতাদের কাছে। ছবি: মাহববু আলম
-
টানা তিনদিনের ছুটিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের ভিড় বেড়েছে। আজ দুপুর ২টা পর্যন্ত এপার-ওপারের প্রায় সাত শতাধিক পাসপোর্টধারী পারাপার হয়েছেন। এরমধ্যে বাংলাদেশ থেকে ভারতের আগরতলা গেছেন ৩৮৬ জন। ছবি: জাগো নিউজ
-
অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে শত শত কন্টেইনার দিযে তৈরি অস্থায়ী দেয়াল সরিয়ে ফেলতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সরকার। এ দেওয়াল নির্মাণের বিরুদ্ধে মামলা ও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠার পর এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলো স্থানীয় সরকার। ছবি: সংগৃহীত