আজকের আলোচিত ছবি: ২১ ডিসেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থানে আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যারা আইনশৃঙ্খলার দায়িত্বে আছেন তারা সুন্দরভাবে পালন করে যাচ্ছেন। আজ সকাল সাড়ে ১০টায় বাঘা ও তানোর উপজেলা আনসার ভিডিপি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ছবি- জাগো নিউজ
-
‘সাংস্কৃতিক মহত্ত্ব প্রকাশ পায় উৎসবের মাধ্যম’ এ প্রতিপাদ্যে সাতক্ষীরায় চলছে আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসব-২০২২। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এর উদ্বোধন করেন। ছবি- জাগো নিউজ
-
দেশের প্রতি ইঞ্চি পতিত জমি চাষের আওতায় নিয়ে আসার মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সারা দেশের সব আবাদি জমি যদি চাষের আওতায় আনা যায়, তাহলে দেশে আর কোনো সংকট থাকবে না। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজনে তিনি এসব কথা বলেন। ছবি- জাগো নিউজ
-
বেসরকারি স্কুলের শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত সনদধারীরা প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে শাহবাগ মোড়ের একাংশ অবরোধ করে অবস্থান নিয়েছেন। এতে রাস্তায় যানচলাচলে কিছুটা ব্যাঘাত ঘটে। আজ বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ বারডেম হাসপাতালের সামনের রাস্তায় অবস্থান নেন তারা। ছবি- জাগো নিউজ
-
দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মরক্কোর ফুটবলাররা। তারা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেননি, হননি রানারআপও। তবুও মরক্কোর ফুটবলাররা এবার যা করে দেখিয়েছেন, সেটি তাদের দেশের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে কোনো অংশে কম নয়। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে মরক্কো। সেখানেই থামেনি স্বপ্নযাত্রা। অ্যাটলাস লায়ন্সরা প্রথম আফ্রিকান দেশ হিসেবে নাম লেখায় সেমিফাইনালেও। ছবি: সংগৃহীত