আজকের আলোচিত ছবি: ২০ ডিসেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
কমান্ড মেনে চলতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড একটি বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তিনি বিজিবির প্রতিটি সদস্যকে চেইন অব কমান্ড এবং কর্তৃপক্ষের আদেশ মেনে চলার আহ্বান জানান। আজ সকালে পিলখানাস্থ সদর দপ্তরে বর্ডার গার্ড বাংলাদেশ দবস ২০২২ উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে জয়পুরহাট-২০ বিজিবি। আজ বেলা ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করা হয়। ছবি: জাগো নিউজ
-
অধরা বিশ্বকাপটা তো অবশেষে ধরা দিয়েছে! এখন এই বিশ্বকাপ নিয়ে নাচা হবে, খাওয়া হবে। হবে ঘুমও। এই বিশ্বকাপ ট্রফিটা এখন হয়ে উঠবে নিত্যদিনের সঙ্গী। আপাতত লিওনেল মেসিকে দেখে সেটাই মনে হচ্ছে। আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে বিশ্বকাপের ট্রফি নিয়ে ঘুমানোর ছবিটা আজ ভাইরাল হয়েছে। ছবি: সংগৃহীত
-
পটুয়াখালী আইন মহাবিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র বরিশালে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন তারা। আজ সকালে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। ছবি: জাগো নিউজ
-
বেলারুশ সীমান্ত থেকে নতুন করে রাশিয়ার হামলার আশঙ্কায় সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়াচ্ছে ইউক্রেন। ইউক্রেনের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়েভেন ইয়েনিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সম্প্রতি বেলারুশ সফরে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমাদের আশঙ্কা বেলারুশ সীমান্ত দিয়ে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়ার সেনারা। তাই আমরা সীমান্ত এলাকায় সেনা ও অস্ত্রের মজুদ বৃদ্ধি করছি। ছবি: সংগৃহীত