আজকের আলোচিত ছবি: ১৯ ডিসেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনা এবারের কাতার বিশ্বকাপ জয় করেছে। ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ট্রফি হাতে নিয়ে বিশ্বকাপ জয়ের আনন্দে মেতেছেন। ছবি: সংগৃহীত
-
টান টান উত্তেজনায় ভরা ছিল কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা। রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা আর ফ্রান্সের তুমুল লড়াই শেষে জয়ী হয় মেসির দল। আর্জেন্টাইনদের বিশ্বকাপ ছিনিয়ে নেওয়ার আনন্দে মাতোয়ারা বাংলাদেশি সমর্থকরাও। তাদের বাধভাঙা উল্লাস যেন থামছেই না। আর বাংলাদেশি সমর্থকদের সেই উল্লাসের খবর উঠে এলো আন্তর্জাতিক গণমাধ্যমেও। ছবি: মাহবুব আলম
-
বিএনপির শাসনামলে নিখোঁজ বা গুম হওয়া ব্যক্তিদের তালিকা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সচিবালয়ে আসন্ন বড়দিন উদযাপন এবং থার্টি ফার্স্ট নাইটে আইন-শৃঙ্খলা ও আনুসঙ্গিক বিষয় সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন মন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
বিএনপি রাষ্ট্র সংস্কারের কথা বলে জিয়াউর রহমানের মার্শাল ডেমোক্রেসি ফিরে আনতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় ও সমসাময়িক ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
থাইল্যান্ডের নৌবাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। তীব্র ঝড়ের কারণে থাইল্যান্ড উপসাগরে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু নাবিক নিখোঁজ রয়েছেন। এরই মধ্যে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে ঘটনাস্থলে হেলিকপ্টার, প্লেন ও জাহাজ পাঠিয়েছে দেশটির সেনাবাহিনী। ছবি: সংগৃহীত