আজকের আলোচিত ছবি: ১৭ ডিসেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিজয় শোভাযাত্রা বের করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে নেতাকর্মীদের ঢল নেমেছে। আজ বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে কাজ চলছে। সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলে এ পেশাজীবীরা এখন সমাজে স্বীকৃতি পেয়েছেন। আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে ‘প্রান্তিক পেশাজীবীদের জীবনমানোন্নয়নে বিরাজমান চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
নেতাকর্মী ও আলেমদের মুক্তি, মামলা প্রত্যাহারসহ জাতীয় শিক্ষা কমিশনে আলেমদের প্রতিনিধি রাখা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা। আজ রাজধানীর গুলিস্তানে কাজী বশীর মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনে এ দাবি জানান হেফাজত নেতারা। ছবি: জাগো নিউজ
-
আগামী ৩০ ডিসেম্বর থেকে সরকার পতন আন্দোলনের জন্য কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আজ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ কর্মসূচি ঘোষণা করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘ঢাকা শহরে দুই কোটি লোকের বসবাস। সেই দুই কোটি লোকের বিঘ্ন সৃষ্টি করবেন, আর পুলিশ তা তাকিয়ে তাকিয়ে দেখবে?’ আজ দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ‘মহান বিজয় দিবস ২০২২’ উপলক্ষে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
অস্কার জয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আর জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বিশেষ দূত থাকছেন না। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ২০ বছর ধরে এই সংস্থার সঙ্গে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সংগৃহীত