আজকের আলোচিত ছবি: ১৬ ডিসেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মহান বিজয় দিবসে আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবসে শুক্রবার (১৬ ডিসেম্বর ২০২২) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন করা হয়। শুক্রবার বেলা ১১টায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপির নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। ছবি: জাগো নিউজ
-
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একাত্তর এবং পঁচাত্তরের হত্যাকারীরা আবারও মাঠে নেমেছে। ২০০১ সালে তারা ক্ষমতায় এসে নির্যাতন-নিপীড়ন চালায়। আজ দুপুরে বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মহান বিজয় দিবসে যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্মৃতিস্তম্ভে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। আজ সকালে গার্ড অব অনার প্রদান করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী। এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। ছবি: জাগো নিউজ
-
ইউক্রেনে নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আজ ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এসব হামলা চালায় রুশ সেনারা। এদিকে, রাশিয়ার ছোগা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে দেশজুড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। ছবি: সংগৃহীত