আজকের আলোচিত ছবি: ১৫ ডিসেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মহান বিজয় দিবসকে সামনে রেখে ঝালকাঠিতে চলছে জাতীয় পতাকা বিক্রির ধুম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাড়া, মহল্লায়, অলি-গলিতে ঘুরে পতাকা বিক্রি করছেন একশ্রেণির মৌসুমি বিক্রেতা। ঝালকাঠির বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, বাড়ির ছাদ, বারান্দা, বেলকুনি, গাড়ি, রিকশা, এমনকি সাইকেলের সামনে দুলছে লাল-সবুজের পতাকা। ছবি: আতিকুর রহমান
-
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের হালকা প্রকৌশল খাত বিকাশ লাভ করেছে। আজ দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালচাঁদপুরে আরএফএল বাইসাইকেল কারখানা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা বলেছেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বিভিন্নভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপ কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখছে। আজ দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালচাঁদপুরে আরএফএল বাইসাইকেল কারখানা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
মহান বিজয় দিবস উপলক্ষে উন্মুক্ত জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে সামাজিক সংগঠন ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটি (ওয়াইবিএফ)। আজ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি- এর কনফারেন্স রুমে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ওয়াশিংটনে আফ্রিকান নেতাদের বৈঠক ছিল বুধবার (১৪ ডিসেম্বর)। একই সময় শুরু হতে যাচ্ছিল মরক্কো ও ফ্রান্সের মধ্যে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল খেলা। প্রথম আফ্রিকান দেশ হিসেবে এতদূর এসেছে মরক্কো। স্বভাবতই উৎফুল্ল ছিলেন মরক্কোর প্রধানমন্ত্রীসহ আফ্রিকান নেতারা। ছবি: সংগৃহীত