আজকের আলোচিত ছবি: ১৩ ডিসেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সুশিক্ষা গ্রহণের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। আজ দুপুরে রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ভর্তির লটারি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। আজ দুপুরে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় পার্টির পক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়্যারম্যান জি এম কাদের এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
২০২২ সালে অসামান্য অবদান ও সহযোগিতার স্বীকৃতি হিসেবে ২৩ জন সাপ্লায়ারকে সম্মাননা জানিয়েছে হুয়াওয়ে বাংলাদেশ। আজ হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে নেপাল ও বাংলাদেশের সাপ্লায়ারদের সৌজন্যে ‘পার্টনারস কনভেনশন ২০২২’ শীর্ষক অনুষ্ঠানে সাপ্লায়ারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ছবি: জাগো নিউজ
-
১০ ডিসেম্বর সরকার পরাজয়বরণ করেছে আর জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
রাজনীতি ও সামাজিকতার সঙ্গে মানবিক বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত। এরকমই একটি স্পর্শকাতর মানবিক বিষয় হচ্ছে ক্ষুধা। ক্ষুধা এমন একটি অবস্থা যাতে নির্দিষ্ট সময়ের জন্য একজন ব্যক্তি মৌলিক পুষ্টির চাহিদা পূরণে পর্যাপ্ত খাবার খেতে অক্ষম। ২০২৩ সালে ক্ষুধার বড় বিপর্যয় ঘটতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহীত