আজকের আলোচিত ছবি: ১০ ডিসেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ আজ অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ের আগেই, সকাল ১০টার পর থেকে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ শুরু হয়েছে। যদিও সমাবেশ শুরু হওয়ার কথা ছিল বেলা ১১টায়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির এ সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত হন। ছবি: মাহবুব আলম
-
বিএনপির সমাবেশকে ঘিরে সতর্ক পাহারায় থাকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়ে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতির নামে মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যাকারীদের রাজনীতি থেকে বিদায় করা ও বিচারের কাঠগড়ায় দাঁড় করানোই আজ দেশের মানুষের এক দফা দাবি। আজ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বিএনপি-জামায়াত কর্তৃক মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের যে কোনো স্বাস্থ্যসেবায় কাজ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) দুই শতাধিক চিকিৎসক। সমাবেশে কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে সংগঠনটি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আন্দামান সাগরে ডুবন্ত একটি নৌকা থেকে ১৫৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে ভিয়েতনামের একটি তেলবাহী জাহাজের নাবিকরা। উদ্ধার হওয়াদের মধ্যে ১৫৪ জন রোহিঙ্গার মধ্যে ৪০ জন নারী ও ৩১ জন শিশু। ছবি: সংগৃহীত