আজকের আলোচিত ছবি: ৯ ডিসেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ফেসবুকে সময় নষ্ট না করে সরকারের নানা উদ্যোগে শামিল হয়ে কর্মসংস্থান তৈরি ও উপার্জনে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বেগম রোকেয়া পদক’ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ছবি: ইয়াসিন কবির জয়
-
বিএনপিকে রাজধানীর গোলাপবাগ মাঠে শনিবার (১০ ডিসেম্বর) সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় বিএনপির সাত লাখ লোক এসেছে কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। আজ বিকেলে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আদালতে আনার খবরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। আজ দুপুর ৩টায় তারা এ মিছিল করেন। এসময় ‘খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘পার্টি অফিসে গুলি কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দিয়ে আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন তারা। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য পুলিশের অনুমতি পেয়েছে বিএনপি। অনুমতি পাওয়ার পরপরই সেখানে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। আজ বিকেল সাড়ে ৪টার দিকে গোলাপবাগ মাঠে হাজারখানেক নেতাকর্মীকে দেখা গেছে। ছবি: জাগো নিউজ
-
বিএনপির সমাবেশ ঘিরে ময়মনসিংহের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ঢাকামুখী যানবাহনে তল্লাশি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সকাল ৮টা থেকে মহানগরীর শম্ভুগঞ্জ মোড়, রহমতপুর বাইপাস, দিঘারকান্দা বাইপাস, নান্দাইল চৌরাস্তা, ঈশ্বরগঞ্জ, চুরখাই, ত্রিশাল, ভালুকায় চেকপোস্ট বসানো হয়েছে। রাত ৮টা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানা গেছে। ছবি: মঞ্জুরুল ইসলাম
-
দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। দেশটির স্বাস্থ্য ও পরিবেশ কর্মকর্তারা জানিয়েছে, অধিকাংশ এলাকায় বাতাসের মান অস্বাস্থ্যকর অবস্থায় পৌঁছেছে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত