আজকের আলোচিত ছবি: ৮ ডিসেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা কালশী মাঠে বিএনপিকে সমাবেশ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বিকেলে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নয়াপল্টনে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখে ফেরার সময় সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আগামী ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকা থেকে গ্রেফতার নেতাকর্মীদের মধ্য থেকে ১৫ জনকে আদালতে তোলা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৫টায় তাদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ওই সড়ক বন্ধ করে দেয় পুলিশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এ সড়কটি খুলে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। আজ সন্ধ্যায় সরেজমিনে এ তথ্য পাওয়া গেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ভেটোর মুখেও সাময়িক ক্ষমতায় থাকা লাতিন আমেরিকার দেশ পেরুর বামপন্থি নেতা প্রেসিডেন্ট পেদ্রো ক্যাসটিলোকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছেন দেশটির আইনপ্রণেতারা। ক্ষমতা হারানোর পরই অভ্যুত্থান চেষ্টার অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে আইনসভার ভোটে পেরুর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দিনা বুলার্তো। ছবি: সংগৃহীত