আজকের আলোচিত ছবি: ২৫ নভেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
‘ব্যাংকে টাকা নাই’- এমন গুজবে কান দিয়ে অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে ঘরে রাখছেন বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, এতে তো চোর সুযোগ পাবে। চোর ওই ঘরে যাবে। আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ছবি: সংগৃহীত
-
কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগেরদিন সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন শত শত নেতাকর্মী। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত থেকেই অনেকেই সমাবেশস্থলে অবস্থান করছেন। সেখানে শুয়ে-বসে দিন পার করছেন তারা। ছবি: জাহিদ পাটোয়ারী
-
১৮ বছর আগে স্বামীকে হারিয়ে তিন মেয়েকে নিয়ে অথৈই জলে ভাসছিলেন আকলিমা বেগম। স্বামীর অর্থ-সম্পদ না থাকায় তিন বেলা খাবার জোটানোই ছিল দুষ্কর। সে সময় মানুষের সাহায্য কিংবা ভিক্ষাবৃত্তি বেছে না নিয়ে শক্ত হাতে নৌকার বৈঠা নিয়ে নেমে পড়েন খেয়া পারাপারে। আর সেই থেকে দীর্ঘ ১৮ বছর ধরে নৌকায় যাত্রী পারাপার করে জীবন পরিচালনা করছেন ৬২ বছর বয়সী আকলিমা বেগম। ছবি: আব্দুস সালাম আরিফ
-
সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুলবাড়িয়া বাজারের একজন দোকানদার আব্দুর রশিদ (৫৮)। পেশায় তিনি একজন দোকানদার হলেও তাকে সবাই চেনেন ‘শালিকপ্রেমী’ হিসেবে। তার দোকানের সামনে ছুটে আসে শত শত শালিক। নিয়ম করে তাদের দুবেলা খেতে দেন আব্দুর রশিদ। এতেই অবলা এই প্রাণীর সঙ্গে তার গড়ে উঠেছে সখ্য। ছবি: জাগো নিউজ
-
বক্সের অনেক বাইরে এসে ইরানের মেহেদি তারেমিকে লাথি মেরে লাল কার্ড দেখে যখন মাঠের বাইরে চলে যান ওয়েলসের গোলরক্ষক ওয়েইন হেনেসি, তখন ম্যাচের ৮৫ মিনিট। ১০ জনের প্রতিপক্ষ পেয়ে ইরানও সে সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে উঠে। একের পর এক আক্রমণ করে ইরান নাটকীয়ভাবে ম্যাচটি জিতে নেয় ইনজুরির সময়ের অষ্টম ও একাদশ মিনিটে দুটি গোল করে। নিশ্চিত ড্রয়ের দিকে হেলে পড়া ম্যাচটি থেকে ইরান পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ছবি: সংগৃহীত