আজকের আলোচিত ছবি: ২৩ নভেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
কাতার বিশ্বকাপের শুরুটা ভালো হলো না গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার। বুধবার দোহার আল বাইত স্টেডিয়ামে ক্রোয়েশিয়া গোলশূন্য রুখে দিয়েছে আফ্রিকার দেশ মরক্কো। ছবি: সংগৃহীত
-
ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত চত্বর থেকে গত রোববার (২০ নভেম্বর) দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তাদের গ্রেফতার না করা পর্যন্ত অবশ্যই ঝুঁকি থেকে যাচ্ছে বলে দাবি করছে পুলিশ। আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সুনামগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাকের) উদ্যোগে পুনাক শিল্প-পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে সুনামগঞ্জ শহরের ষোলঘর স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন পুনাকের কেন্দ্রীয় কমিটির সহ কোষাধ্যক্ষ উম্মে কুলসুম রুপা আহম্মেদ। ছবি: লিপসন আহমেদ
-
নওগাঁয় মেয়াদহীন ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে শহরের মিষ্টি পট্টি ও সুপারি পট্টি এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামীম হোসেন। ছবি: জাগো নিউজ
-
কাতার বিশ্বকাপে জয়ের প্রত্যাশায় প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র্যালি করেছেন রাবির জার্মানি সমর্থক শিক্ষার্থীরা। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে বাঁশি বাজিয়ে ও বিভিন্ন স্লোগানে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল বের করেন তারা। ছবি: মনির হোসেন মাহিন
-
জেরুজালেমে দুটি আলাদা স্থানে বিস্ফোরণে একজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন। বিশেষ করে বাসস্ট্যান্ডে জনসমাগম লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়। ইসরায়েলের চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করেছেন। আজ প্রথম বিস্ফোরণটি ঘটে শহরের একটি বাসস্ট্যান্ডে রাখা ডিভাইস থেকে। এতে ১১ জন আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। ছবি: সংগৃহীত