আজকের আলোচিত ছবি: ২১ নভেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ সশস্ত্র বাহিনী দিবস-২০২২ উপলক্ষে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি
-
হাইকোর্টের রায় স্থগিত করে সম্পাদক হিসেবে নিপুণ আক্তারকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব পালন করবেন বলে নির্দেশ দেন। এ কারণে আজ (২১ নভেম্বর) এক সম্মেলন আয়োজন করেন নিপুণ। ছবি: মাইনুল ইসলাম
-
গাইবান্ধার পলাশবাড়ীতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। আজ দুপুর ১২টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের নুরিয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগের উপ পরিচালক হাসন-ই-মোবারক ও পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান নয়ন। ছবি: জাগো নিউজ
-
সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করে যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তত তাড়াতাড়ি দেশের মানুষ মুক্তি পাবে। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অর্পণ বাংলাদেশ’ এর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সিরিয়ার রকেট হামলায় তুরস্কের তিন নাগরিক নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (২১ নভেম্বর) সীমান্তবর্তী তুরস্কের কারকামিস জেলায় এ রকেট হামলা চালায় সিরিয়া। ছবি: সংগৃহীত