আজকের আলোচিত ছবি: ১৯ নভেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, অর্জিত এই বিদ্যা, এই সনদ, এই প্রজ্ঞা সমাজে আলো ছড়ানোর আগে যেন তোমাদের অন্তররকে পুরোপুরি আলোকিত করে, সেই চেষ্টা করবে। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
জননিরাপত্তা নিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও সাইপ্রাস। আজ ভারতের দিল্লির তাজ প্যালেসে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রী নিকোস নওরিস এ সম্মতি জানান। ছবি: সংগৃহীত
-
ফেনীতে দুই হাজার ২০০ ফুট লম্বা পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালি করেছেন ‘আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী’। আজ বিকেলে সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা মাঠে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার আর্জেন্টিনার সমর্থক উপস্থিত ছিলেন। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
গণতন্ত্র রক্ষার জন্য সবাইকে রাস্তায় নামার পরামর্শ দিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে মৌলিক অধিকার নিয়ে সচেতন হতে বলে তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জামালপুরের সরিষাবাড়ীতেও আর্জেন্টিনার পর এবার ব্রাজিলের সমর্থকরা নানারকম বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন। আজ সকাল ১০টা ৪০ মিনিটে সরিষাবাড়ী পৌরসভার অনার্স কলেজ মাঠ থেকে বের হওয়া শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছবি: জাগো নিউজ
-
রাশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপের একটি পাঁচতলা আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। স্থানীয় গভর্নর জানান আজ ভোরের দিকে সাখালিনের তিমোভস্কোয় শহরে এ বিস্ফোরণ ঘটে। ছবি: সংগৃহীত