আজকের আলোচিত ছবি: ১৪ নভেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশের ব্যাংকব্যবস্থায় অতিরিক্ত এক লাখ ৬৯ হাজার ৫৮৬ কোটি টাকা তারল্য রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ। আজ বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সমসাময়িক বিষয় নিয়ে জরুরি এ সংবাদ সম্মেলন ডাকা হয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: জাগো নিউজ
-
খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধিতে একটা বোর্ড (বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড) গঠন করছে সরকার। এজন্য ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি
-
নড়াইলে স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ব্যানারে আজ সকালে নড়াইল-যশোর সড়কের চৌরাস্তায় মানববন্ধন করেন তারা। এতে জেলার তিনটি উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। পরে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। ছবি: জাগো নিউজ
-
দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার একটি এটিএম বুথ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করে এক ব্যাংক কমকর্তাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। ছবি: জাগো নিউজ
-
একটি মহিষের দাম সাড়ে ১২ কোটি টাকা, তার নিরাপত্তায় আবার ১২ জন বন্দুকধারী! অবাক লাগছে, তাই না? অবিশ্বাস্য মনে হলেও, এমনই ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মোরেনা জেলায়। ছবি: সংগৃহীত