আজকের আলোচিত ছবি: ১০ নভেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
‘বাংলাদেশ ভালো আছে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘সারা পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশ আতঙ্কিত হওয়ার মতো অবস্থায় নেই।’ আজ দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় বোলিংকে গুঁড়িয়ে দিয়ে ১০ উইকেটে হারালো ইংল্যান্ড এবং নাম লিখে নিলো ফাইনালে। ২৪ বল হাতে রেখে ১০ উইকেটেই জয় তুলে নিলো ইংল্যান্ড। ছবি: সংগৃহীত
-
আজ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দাহিলান। ছবি: সংগৃহীত
-
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তিনি বলেন, ‘জনতার হাতে স্টিয়ারিং, আন্দোলন এখন গণমুখী।’ ছবি: সংগৃহীত
-
আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব শুনানি শেষে বাবুল আক্তারের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানি শেষে তাকে নেওয়া হয় হাজতখানায়। এ সময় বাবুল আক্তার তার দুই সন্তানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। ছবি: সংগৃহীত
-
রায়হান রাফির বহুল আলোচিত ‘দামাল’ সিনেমা যুক্তরাষ্ট্রে মুক্তির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় সিনেমাটি আগামী ১৮ নভেম্বর দেশটির ১৫টি শহরে মুক্তি দেওয়া হবে। ছবি: সংগৃহীত