আজকের আলোচিত ছবি: ৯ নভেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
‘সাম্প্রতিক সময়ে আমাদের রেমিট্যান্স কমে এসেছে। প্রতি মাসেই এক থেকে দুই বিলিয়ন ডলার রিজার্ভ থেকে বাজারে চলে যাচ্ছে। এতে রিজার্ভের পরিমাণ আরও কমে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে হলে রেমিট্যান্সকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে।’ আজ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে ‘বৈধ পথে সহজে নিরাপদে ডিজিটাল মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে করণীয়’ শীর্ষক সেমিনারে বিশিষ্টজনরা এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে যাচ্ছি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আগামী ফেব্রæয়ারি মাসে ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে। ২০২৬ সালের মধ্যে সব ঋণ পাওয়া যাবে। আজ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
দেশে বিভিন্ন মাত্রায় বৃষ্টি হওয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে বলে মনে করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি জানান, সাধারণত সেপ্টেম্বরের পর থেকে ডেঙ্গুর বিস্তার কমে আসে। কিন্তু এবার উল্টো রূপ নিয়েছে ডেঙ্গু। আজ রাজধানীর পোস্তগোলায় জাতীয় মহাশ্মশান উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান মেয়র। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, এতে বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমবে, পাশাপাশি পরিবেশ দূষণ কমে যাবে। আজ বুয়েট মিলনায়তনে সৌরবিদ্যুৎ উৎপাদনে বুয়েট ও জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সমঝোতা চুক্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এ পর্যন্ত মার্কিন কংগ্রেসের নির্বাচনী ফলাফলে ডেমোক্র্যাটরা সিনেটের আসনে এগিয়ে এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভে এগিয়ে রয়েছেন রিপাবলিকানরা। কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নরদের জয়ী হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনো সমকামী নারী গভর্নর নির্বাচিত হতে যাচ্ছেন। ছবি: সংগৃহীত