আজকের আলোচিত ছবি: ৮ নভেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে সাংবাদ সংবাদে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
পুলিশে ২৫ ঊর্ধ্ব বয়সী যেসব কর্মকর্তা কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলা করছেন তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) আয়োজিত ‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি এবং গণপ্রকৌশল দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
ভারতবর্ষের ব্রিটিশবিরোধী প্রথম স্বাধীনতাযুদ্ধের শহীদদের স্মৃতি বিজড়িত ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ পুরান ঢাকাবাসীর অক্সিজেন নেওয়ার একমাত্র স্থান ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ১৫০ বিঘা জমির ওপর অবস্থিত ভাসানটেক পুনর্বাসন প্রকল্প ও ঢাকার বিজয় সরণির কলমিলতা বাজারের ক্ষতিপূরণ দেওয়া অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে ছয় দফা দাবি জানিয়েছেন শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের পরিবার। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ফ্রিডম ফাইটার্স ফ্যামিলি’ শীর্ষক আয়োজিত এক সংবাদ সম্মেলন ও মুক্ত আলোচনায় এ দাবি জানানো হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মজসিদে বন্দুক হামলা চালিয়ে ৫১ জন মুসল্লিকে হত্যা করেন অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২০ সালের ২৭ আগস্ট তাকে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদÐ দেন নিউজিল্যান্ডের একটি আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন ব্রেন্টন ট্যারেন্ট। ছবি: সংগৃহীত