আজকের আলোচিত ছবি: ৬ নভেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং বর্বরতার ঘটনা দেশবাসী যেন ভুলে না যায়। সেই দিন যেন ফিরে না আসে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আজ জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ: বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের খণ্ডচিত্র’ শীর্ষক অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
নতুন শিক্ষাক্রম যেভাবে সাজানো হয়েছে তাতে শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষার্থীরা শিখবে, এ জন্য তাদের কোচিংয়ে যাওয়ার প্রয়োজন থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এটাকে এমনিতে বলে-আইন করে-বাধ্য করে বন্ধ করা যাবে না। আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
করোনা মহামারি ও বন্যার কারণে কয়েক দফা পিছিয়ে সাত মাস পর আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষে অনেকটা স্বস্তি নিয়েই কেন্দ্র থেকে বেরিয়েছেন পরীক্ষার্থীরা। আজ দুপুর ১টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে বেরিয়ে এমনটাই জানান পরীক্ষার্থীরা। ছবি: মাহবুব আলম
-
৬ দফা দাবি নিয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা। সপ্তম দিনের অবস্থান কর্মসূচিতে স্লোগানে স্লোগানে উত্তাল পিএসসি এলাকা। আজ বেলা ১১টা থেকে সরকারি কর্ম কমিশন (পিএসসি) গেটে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
লটারিতে তিনি যা জিতেছেন বাংলাদেশি মুদ্রায় তার পরিমাণ ৩০০ কোটি টাকার বেশি। স্বাভাবিকভাবেই এই আনন্দে আত্মহারা ওই ব্যক্তি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বড় সুখবর তিনি স্ত্রী-সন্তানকে জানাননি। কারণ তার ভয়, এত টাকা হাতে পেলে পরিবারের সদস্যরা অলস হয়ে যাবেন, ভবিষ্যতে আর পরিশ্রম করতে চাইবেন না! ছবি: সংগৃহীত