আজকের আলোচিত ছবি: ৫ নভেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রোহিঙ্গাদের তাদের দেশে ফেরাতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে। তবে তারা (মিয়ানমার) একেক সময় একেক কথা বলছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ সকালে সুনামগঞ্জের পৌর শহরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বের র্যালি শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বার বার সাবধান করার পরেও দ্বিতীয়বার এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর উত্তরার দু’টি ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ সকালে রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরে ৫১ নম্বরে এ দুটি ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। এর আগে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় ও ‘দশটায় দশ মিনিট প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ শিরোনামে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে অংশ নেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বরিশালে বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেফতারের অভিযোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট চুরি করে এ সরকার গত ১৪ বছর ক্ষমতা দখল করে রয়েছে। এখন আবার একদলীয় সরকার কায়েম করতে চায়। আজ বিকেলে বরিশালের বেলস পার্কের সমাবেশে এসব কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
রাশিয়ায় একটি নাইটক্লাবে আগুন লেগে ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার (৪ নভেম্বর) দেশটির কোস্ত্রোমা শহরে এ ঘটনা ঘটে। কোস্ত্রোমা হলো ভোলগা নদীর তীরে এবং মস্কো থেকে ৩০০ কিমি (১৯০ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত একটি শহর। এই শহরটিতে ২ লাখ ৭০ হাজার মানুষের বসবাস। ছবি: সংগৃহীত