আজকের আলোচিত ছবি: ৪ নভেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি যতই আন্দোলনের কথা বলুক, কোনো আন্দোলন করতে পারবে না। আমার দৃঢ় বিশ্বাস বিএনপি একটা পর্যায়ে গিয়ে নির্বাচনে আসবে। সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করবো ইনশাআল্লাহ।’ শুক্রবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জেলা আওয়ামী লীগের সম্মেলনের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গবেষণা কেন্দ্র’। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ দাবি জানায় সংগঠনটি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে মো. নুরুল আমিন (৩৫) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। আজ সকাল পৌনে ৮টার দিকে সীতাকুÐ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেলিয়াইল এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। ছবি: জাগো নিউজ
-
ডেঙ্গুরোগীদের চিকিৎসায় আলাদা হাসপাতাল স্থাপনের দাবি জানিয়েছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)। একই সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় পাঁচ দফা সুপারিশ করেছে সংগঠনটি। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মশারি মিছিলে এ দাবি জানান এনডিবি নেতারা। ছবি: মাহবুব আলম
-
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। এরই মধ্যে ইমরান খানের সমর্থকরা দেশের বিভিন্ন স্থানের রাস্তা দখলে নিয়েছে। আজ দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত