আজকের আলোচিত ছবি: ২ নভেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশে মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে মানুষের বেতন-ভাতা সেভাবে বাড়েনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বুধবার (০২ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
দেশে ডিমের বাজারে চলছে অস্থিরতা। কারসাজি করে বাড়ানো হচ্ছে দাম। যখন অভিযান চলে তখন কিছুটা দাম কমলেও পরে সেই আগের অবস্থা। বুধবার (২ নভেম্বর) বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভায় এসব কথা বলেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। ছবি: মাহবুব আলম
-
সরকারি বিভিন্ন অফিস, বিশেষ করে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহার করে জাল দলিল তৈরি করতেন দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান। জাল ও জালিয়াতির মাধ্যমে তৈরি করা দলিলে কে সই করেছেন তাকে গ্রেফতারসহ মামলার সুষ্ঠু তদন্তের জন্য এরতেজাকে দুদিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। বুধবার (২ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। ছবি: জাগো নিউজ
-
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের আদালতের প্রতি সম্মান না দেখিয়ে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন বলে জানিয়েছেন দলটির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। বুধবার (২ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার সময় শেষ হয়ে আসছে শিগগির। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, মিথ্যা ও সহিংসতার কারণে মার্কিন গণতন্ত্র ঝুঁকিতে রয়েছে। খবর আল-জাজিরার। ছবি: সংগৃহীত