আজকের আলোচিত ছবি: ১ নভেম্বর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বর্তমান সরকার মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ করে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবর আমরা কেটে দেই না, কোনো এক সময় এমন সেন্সরবোর্ড ছিল। আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
‘আগামী ১০ ডিসেম্বর থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের কথায় দেশ চলবে’ বিএনপি নেতা আমান উল্লাহ আমানের এ বক্তব্যের সাংবিধানিক ব্যাখ্যা চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ১১ ডিসেম্বর থেকে রাষ্ট্র কে চালাবে তার সাংবিধানিক ব্যাখ্যা দিয়ে পরিষ্কার করুন। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দৈনিক স্বদেশ বিচিত্রার ষষ্ট বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হবে কি না তা জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস। আজ আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ বিষয়ে জানতে চান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকার লুটেরা সরকার, এই সরকার ডাকাত সরকার, এই সরকার দুর্ভিক্ষের সরকার। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, চুরি থাকবে, ডাকাতি থাকবে, দুর্ভিক্ষ থাকবে না তাতো হতে পারে না। দুর্ভিক্ষ আসতেই হবে। আজ দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস। ছবি: জাগো নিউজ
-
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনের আগাম ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১ নভেম্বর) দেশটির সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, সংসদে নতুন দল আসার মাধ্যমে স্ক্যানডিন্যাভিয়ান এ দেশটির রাজনৈতিক পরিমণ্ডলে পরিবর্তন আসতে পারে। ছবি: সংগৃহীত