আজকের আলোচিত ছবি: ৩১ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা হলে এ অনুরোধ জানানো হয়। ছবি: পিআইডি
-
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনীতিবিদের কাজ রাজনীতি করা। রাজনীতিতে নাক গলানো বা মাথা ঘামানো পুলিশের কাজ না। আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘কমিশনারস মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ছবি: জাগো নিউজ
-
৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকায় থাকা অপেক্ষমাণ প্রার্থীরা সরকারকে ৬ দফা দাবি জানিয়েছেন। এসব দাবি মানা না হলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা। আজ সকাল ১০টা থেকে পিএসসির গেটে ৬ দফা দাবি নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন নন-ক্যাডার তালিকায় থাকা অপেক্ষমাণ প্রার্থীরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের প্রতিনিধি সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে আজ। রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি: মাহবুব আলম
-
প্রতিনিধি সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম জিয়াউল হক। ছবি: মাহবুব আলম
-
সারাদেশের সব বিভাগ, জেলা ও উপজেলা প্রতিনিধিসহ ঢাকায় কর্মরত প্রতিবেদক এবং প্রধান কার্যালয়ের কর্মীরা এতে অংশ নিয়েছেন। রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিও।
-
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে মিসাইল বর্ষণ করেছে রাশিয়া। রোববার (৩০ অক্টোবর) কৃষ্ণসাগরে রুশ নৌবহরে হামলার জন্য ইউক্রেনকে দায়ী ও শস্যচুক্তি বাতিলের পর সোমবার এ হামলা চালালো রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুলেবা এ তথ্য নিশ্চিত করেন। ছবি: সংগৃহীত