আজকের আলোচিত ছবি: ৩০ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশেই টিবির ওষুধ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এগুলো দেশে ব্যবহারের পাশাপাশি বিদেশে রপ্তানি করবো। আজ রাজধানীর একটি হোটেলে টিবি বিষয়ক নবম জেএমএম প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ডিএমপির নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ সকাল ১০টা ২০মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। ছবি: জাগো নিউজ
-
আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে চলছে ঢাকা জেলা বিএনপির সম্মেলন। রোববার (৩০ অক্টোবর) দুপুর ২টা থেকে এ সম্মেলন শুরু হলেও সকালেই বিভিন্ন থানা-উপজেলা থেকে কাউন্সিলর ও নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কম হলেও অস্বস্তিতে রয়েছেন জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশে এডিস মশা ছিল না। ফ্লাইটে হয়তো এই মশা আমাদের দেশে আসতে পারে। সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থার কার্যক্রম পর্যালোচনা নিয়ে আজ সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের শুরুতে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তার সঙ্গে ছিলেন একজন নাতনি। জানা গেছে, ওই নাতনি এই বছর প্রথম ভোটার হয়েছেন। এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ছবি: সংগৃহীত