আজকের আলোচিত ছবি: ২৭ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় বাণিজ্যিক এবং উন্নয়ন সহযোগী। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে, এ সুযোগ কাজ লাগাতে হবে। আজ ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত ‘২৮তম ইউএস ট্রেড শো-২০২২’ এর উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
সুস্থ ও সভ্য সমাজ গঠনে অযথা হর্ন বাজানো বা অপ্রয়োজনীয় শব্দ বন্ধ করতে হবে বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, মাত্রাতিরিক্ত শব্দ মানসিক ক্লান্তি ও অবসাদ, উচ্চ রক্তচাপসহ প্রায় ৩০ ধরনের শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি করে। আজ সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে পরিবহনচালক ও শ্রমিকদের সচেতনতামূলক এক কর্মশালায় এসব কথা বলেন মন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে নতুন কমার্শিয়াল সার্ভিস অফিস চালুর ঘোষণা দিয়েছেন ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব কমার্স ফর গ্লোবাল মার্কেটস ও ইউএস অ্যান্ড ফরেন কমার্শিয়াল সার্ভিসের মহাপরিচালক অরুন ভেঙ্কটা রামন এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ দুপুরে হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে ‘যুব সমাবেশ’ করেছে সংগঠনটি। আজ দুপুর ২টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ শুরু হয়। ছবি: মাহবুব আলম
-
চীনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। আজ পর্যন্ত টানা তিনদিনের মতো এক হাজার জনের ওপরে সংক্রমণ রেকর্ড করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। ছবি: সংগৃহীত