আজকের আলোচিত ছবি: ২৬ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষের কথা ভাবতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে ভোগ্যপণ্য আমদানি ও রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। ছবি: পিআইডি
-
বিএনপিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আগামী নির্বাচনে এই দেশের জনগণ যদি আপনাদের ভোট দেয়, তাহলে ক্ষমতায় আসবেন। ক্ষমতা চেঞ্জের একমাত্র মাধ্যম হলো জনগণের ভোট। জনগণের দুর্ভোগ সৃষ্টি করে ক্ষমতায় আসবেন তা জনগণ মেনে নেবে না।’ আজ দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ডিআরইউ সাহিত্য পুরস্কার-২০২২ ও সদস্য লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: পিআইডি
-
আগাম নির্বাচনের দাবিতে আবারও লং মার্চের ডাক দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী ২৮ অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত তার সমর্থকদের নিয়ে প্রতিবাদ মিছিল বের করার ঘোষণা দিয়েছেন তিনি। ছবি: সংগৃহীত
-
সরকার যে দুর্ভিক্ষের কথা বলেছে সেটা তাদের সৃষ্টি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বিকেলে ঝিনাইদহে আহত নেতাকর্মীদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন। ছবি: আব্দুল্লাহ আল মাসুদ
-
হাশান তিলকারত্নে শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ১৮ বছর। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারকে বাংলাদেশ নারী দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ছবি: সংগৃহীত