আজকের আলোচিত ছবি: ২৪ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঘূর্ণিঝড় সিত্রাং আজ সন্ধ্যায় আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে আজ সচিবালযে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ গতি বাড়িয়ে এগোচ্ছে বাংলাদেশের উপকূলের দিকে। গভীর সমুদ্রের সব নৌযানকে উপকূলের কাছে অবস্থান নিশ্চিত করতে টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এছাড়া দুর্যোগ পরবর্তী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল। ছবি: জাগো নিউজ
-
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতরাত থেকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। ছবি: মাহবুব আলম
-
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নৌদুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আজ বিকেল ৪টার দিকে বিআইডবিøউটিসি কর্তৃপক্ষ এ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। ছবি: জাগো নিউজ
-
কক্সবাজারের সেন্টমার্টিনে একটি বিদেশি জাহাজ ভেসে এসেছে। আজ দুপুরের দিকে দ্বীপের ছেঁড়া দ্বীপ এলাকায় জাহাজটি দেখতে পান স্থানীয়রা। নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কনটেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। ছবি: সংগৃহীত
-
অবতরণ করার সময় কোরিয়ার একটি প্লেন রানওয়ের বাইরে চলে গেছে। খারাপ আবহাওয়ার কারণে ফিলিপাইনে এই দুর্ঘটনা ঘটে। এসময় প্লেনটিতে ১৭৩ জন যাত্রী ছিল। কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত