আজকের আলোচিত ছবি: ২৩ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিএনপি ক্ষমতায় থাকাকালীন পাঁচ বছরে পাঁচ সপ্তাহও ঘরে থাকতে পারেননি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল-১ (এমআরটি লাইন-১)-র নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এ রূপ নিতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি বলেছেন, এটি সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাতের পর থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ছবি: জাগো নিউজ
-
জাতীয় পার্টির অনেক নেতা এখন দুই নৌকায় পা দিয়ে রয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেছেন, জাতীয় পার্টির তিনজন সংসদ সদস্য ছাড়া দলের আর কোনো সংসদ সদস্য জিএম কাদেরের সঙ্গে নেই। আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে উপজেলা দিবস উপলক্ষে রওশনপন্থিদের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ে চলমান সংলাপের অংশ হিসেবে ন্যাপ ভাসানীর সঙ্গে সংলাপে বসেছে বিএনপি। আজ বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় রাজধানীতে মশারি বিক্রি ব্যাপক আকারে বেড়ে যাচ্ছে। ছবি: মাহবুব আলম
-
ইরানে পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এখনও চলছে। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ২৪৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এবার সেই প্রতিবাদের সুরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, জার্মানির বার্লিন এবং জাপানের টোকিওতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ এসব বিক্ষোভ-সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ। ছবি: সংগৃহীত