আজকের আলোচিত ছবি: ২২ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যাদের ২৫ বছর পুলিশ বাহিনীতে সার্ভিস হয়েছে বা পুলিশ সদরদপ্তর মনে করে তাদের আর প্রয়োজন নেই, শুধু তাদেরকেই অবসর দেওয়া হয়। আজ রাজধানীর ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আগামী জাতীয় নির্বাচন ঘিরে সরকার নতুন করে ষড়যন্ত্রের পাঁয়তারা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকেলে খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্বরে অনুষ্ঠিত বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছবি: আলমগীর হান্নান
-
বিদেশে লোক পাঠিয়ে সেখানে আটকে রেখে মুক্তিপণ আদায়ের ঘটনায় সংঘবদ্ধ মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বেলা ১২টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। ছবি: আল-মানুন সাগর
-
‘দামাল’ সিনেমা মুক্তি পাবে ২৮ অক্টোবর। এর আগে সিনেমা প্রচারের অংশ হিসেবে আজ বিকালে ‘দামাল’- সিনেমা টিমের আমন্ত্রণে বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়। ছবি: মইনুল ইসলাম
-
ডিজিটাল নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা সংশোধন, সংবাদমাধ্যমে ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ ৫ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় বসে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে একাংশ) আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। একটি বাড়ির ছাদের ওপর এক ইঞ্জিন বিশিষ্ট প্লেনটি আছড়ে পড়লে এ দুর্ঘটনাটি ঘটে। আজ কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় প্লেনে থাকা সবাই নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত