আজকের আলোচিত ছবি: ২১ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রবীন্দ্র, নজরুল ও বাউল সংগীতসহ সংস্কৃতির বিভিন্ন শাখায় বৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রশিক্ষণ কক্ষে আয়োজিত আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালায় তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আপাতত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নতুন কোনো কলেজে অনার্স (স্নাতক) চালু হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। আজ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৩০ বছর উপলক্ষে রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর লালমাটিয়ায় গত ১৫ অক্টোবর ঢাকা কলেজ শিক্ষার্থীর কাছ থেকে সাড়ে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভয়াবহ দুঃশাসনের কবলে দেশের মানুষ। দেশের বর্তমানে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। আজ বাদ জুমা রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন রিজভী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সালাহ আল-ব্রাইকি (১৯) নামের এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে পশ্চিম তীরের জেনিন শহরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন সালাহ। ছবি: সংগৃহী