আজকের আলোচিত ছবি: ২০ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বাংলাদেশকে উচ্চ ক্ষমতাসম্পন্ন চুল্লি দেওয়া হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থার (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে আলেক্সি লিখাচেভ এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮ বছরে পদার্পণ উপলক্ষ্যে শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস প্রাঙ্গণ। ছবি: মমিন উদ্দিন
-
ডেঙ্গুরোগীর চিকিৎসা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যথেষ্ট প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ রাজধানীর শিশু হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিশু হাসপাতালে ‘আবুল হোসেন রেসপাইরেটরি অ্যান্ড নিউমোনিয়া রিসার্চ সেন্টার’ উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: জাগো নিউজ
-
সারাদেশে দলীয় নেতাকর্মীদের নামে নির্বিচারে হামলা, মামলা, নির্যাতন, গ্রেফতার ও জামিন বাতিল করার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হয়। ছবি: জাগো নিউজ
-
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। ক্ষমতাগ্রহণের মাত্র ৪৪ দিন যেতে না যেতেই সরে দাঁড়ালেন তিনি। আজ ডাউনিং স্ট্রিট থেকে দেওয়া ভাষণে ট্রাস বলেছেন, তিনি কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের বিষয়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে জানিয়েছেন। ছবি: সংগৃহীত