আজকের আলোচিত ছবি: ১৮ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘দুরন্ত প্রাণবন্ত শেখ রাসেল’ শীর্ষক স্মারকগ্রন্থ। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটির মোড়ক উন্মোচন করেন। এর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শেখ রাসেল দিবস’ উদ্বোধন ও ’শেখ রাসেল পদক’ প্রদান অনুষ্ঠানে সংযুক্ত হন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি। ছবি: জাগো নিউজ
-
যে চেতনার মানুষেরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে তারা আজও আমাদের আশেপাশে আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, তাদের প্রতিরোধের মধ্য দিয়েই শেখ রাসেলের জন্মদিনের মাহাত্ম্য প্রকাশ পাবে। শেখ রাসেল দিবস উপলক্ষে আজ বিকেলে কারওয়ান বাজারে টিসিবি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা মাসুম আজিজের মরদেহে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে অভিনেতা, রাজনীতি, সাংস্কৃতিক ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ। আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা জানানো হয়। দীর্ঘদিন ধরে ক্যানসার ও হৃদরোগে ভুগছিলেন মাসুম আজিজ। ছবি: মাহবুব আলম
-
অভিনেতা মাসুম আজিজের মরদেহে শ্রদ্ধা জানাতে এসেছিলেন ফজলুর রহমান বাবু। ছবি: মাহবুব আলম
-
ইউক্রেনে নতুন করে রুশ হামলায় আরও ২৫ জন নিহত ও একশ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে সম্প্রতি। রাজধানী কিয়েভ বলছে, যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আক্রমণাত্মক ছিল এই হামলা। গত ১০ অক্টোবর থেকে ইউক্রেনের রাজধানীসহ অন্তত ১০টি অঞ্চলে রুশ হামলা শুরু হয়। ছবি: সংগৃহীত