আজকের আলোচিত ছবি: ১৭ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিশ্বে খাদ্যপ্রাপ্তির সমস্যা দেখা দিচ্ছে। এ সমস্যা থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। সেজন্য দেশবাসীকে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সারাবিশ্বে যে দুর্যোগের ঘনঘটা তা থেকে বাংলাদেশকে সুরক্ষিত করতে হবে। আজ বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তাগিদ দেন তিনি। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি। ছবি: ইয়াসিন কবির জয়
-
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ আর নেই। আজ বিকেল ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর। ছবি: সংগৃহীত
-
বাংলাদেশ সেনাবাহিনীর সাত পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ৩৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন), ৫২ স্বতন্ত্র এমএলআরএস ব্যাটরি আর্টিলারি, ৮৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এবং ১৬৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমই’র পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: জাগো নিউজ
-
মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই অবসর দেওয়া তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন বলেছেন, জীবনে কখনো নীতি-নৈতিকতার সঙ্গে আপস করিনি। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান মকবুল হোসেন। জাগো নিউজ
-
মূল্যস্ফীতির প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। গত কয়েক সপ্তাহ ধরে দেশটির জ্বালানি তেলের শোধনাগারে ধর্মঘট চলছে। এতে পুরো ফ্রান্সেই তেলের ঘাটতি দেখা দিয়েছে। ইউক্রেন যুদ্ধের পর উচ্চ মূল্যস্ফীতির কারণে সেখানে মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয়ভাবে বেড়ে গেছে। ছবি: সংগৃহীত