আজকের আলোচিত ছবি: ১৫ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাত থেকেই বিএনপির কর্মীরা সমাবেশস্থলে কেন বসে থাকবে এমন প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আমি বলবো তারা (বিএনপি) যেন তাদের ভাষা, তাদের বাক্য, সবকিছু যেন পরিমিতভাবে ব্যবহার করেন। আজ সচিবালয়ে আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আধুনিক বাংলা গানের অন্যতম শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কবীর সুমনের গানের অনুষ্ঠান শুরু হয়েছে বিকেল সাড়ে চারটার দিকে। রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে বিকেল ৪টার দিকে তার গান শুনতে আসা শ্রোতারা দীর্ঘ লাইন ধরে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে ভেন্যুতে প্রবেশ করেন। ছবি: মাহবুব আলম
-
দেশ দুর্নীতিমুক্ত হয়নি এবং এখনো নানান সমস্যা আছে বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, দেশের উন্নয়ন কোথাও থেকে কেউ তাবিজ পড়া বা মন্ত্র দিয়ে করেননি। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
যখন দুর্ঘটনা ঘটেছিল তখন পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি প্রস্তুত ছিলেন রনিকে সিঙ্গাপুর পাঠানোর জন্য। এয়ার অ্যাম্বুলেন্স আনতে সময় লাগবে বলে জানিয়েছিলেন। আজ দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কৌতূক অভিনেতা আবু হেনা রনি হাসপাতাল ছেড়ে যাওয়া উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ছবি: মাহবুব আলম
-
তুরস্কের উত্তরাঞ্চলে একটি কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। খনির ভেতরে এখনও আটকা অনেকে। তাদের জীবিত উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: সংগৃহীত