আজকের আলোচিত ছবি: ১৪ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
যে কোনো পরিস্থিতিতে বিএনপিকে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। আজ সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতাদের সম্মেলন হয়। ছবি: জাগো নিউজ
-
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিনা মূল্যে চক্ষু ও ডায়াবেটিক চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে সংগঠনটি। আজ সকালে ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে এ ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে চক্ষু শিবির ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সকালে তিন দিনব্যাপী ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর শুক্রাবাদে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক বিউটিশিয়ানকে পার্লার সেবার কথা বলে বাসায় ডেকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার শিক্ষার্থী মো. রিয়াদ (২৪) ও ইয়াছিন হোসেন ওরফে সিয়ামের (২৩) দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ তাদের আদালতে হাজির করে পুলিশ। ছবি: জাগো নিউজ
-
অস্ট্রেলিয়ায় ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। তিনটি এলাকা থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত