আজকের আলোচিত ছবি: ১১ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশে সরকারি গুদামে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। সচিবালয়ে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ও অভিভাবকরা কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন। অধ্যক্ষ কামরুন নাহার ঘটনাস্থলে গিয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আজ বিকেল ৪টার দিকে তারা কর্মসূচি স্থগিত করে ফিরে যান। এরপর ধানমন্ডি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ছবি: মাহবুব আলম
-
ভূয়া ডিবি পরিচয় দেওয়া একটি চক্র যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী ব্যক্তি ও পথচারীদের মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে রাজধানীর ধলপুর এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে আজ রাতে র্যাব-১০ এর একটি দল ধলপুর কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১০। ছবি: জাগো নিউজ
-
মন্ত্রণালয় ও প্রকল্প কর্মকর্তাদের অসহযোগিতা ও দুর্নীতির কারণে প্রধানমন্ত্রীর বেনারসি শ্রমিকদের কল্যাণে নেওয়া উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বেনারসি পল্লী তাঁতি বাস্তবায়ন সমিতি আয়োজিত এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
দীর্ঘদিন পর নিজের দেশে পা রাখলেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনকে দেখতে স্থানীয় সময় মঙ্গলবার তিনি পাকিস্তানে পৌঁছান। তালেবানের হামলা থেকে বেঁচে যাওয়ার পর দ্বিতীয় বারের মতো স্বদেশে সফর করছেন তিনি। ছবি: সংগৃহীত