আজকের আলোচিত ছবি: ৯ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রবিউল আউয়াল মাস উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)। এর মধ্যে রয়েছে পবিত্র কোরআনের তাফসির আলোচনা, মিলাদ এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। আজ রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এ প্রতিযোগিতায় ৫ ক্যাটাগরিতে ১৭ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: মাহবুব আলম
-
কেউ যদি ডিবি পরিচয় দেয় তাহলে তাদের আইডি কার্ড দেখতে চাওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ডিবি প্রধান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে জশনে জুলুশ অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমান-ই-রহমানিয়া মাইজভান্ডারিয়া এ জশনে জুলুসের আয়োজন করে। এতে হাজার হাজার মানুষ অংশ নেন। আজ সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে জশনে জুলুস শুরু হয়। ছবি: মাহবুব আলম
-
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় পার্টি কারও দাসত্ব করবে না। আজ রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
যুক্তরাষ্ট্রে আবারও গুলির ঘটনা। এবার হাইস্কুল শিক্ষার্থীদের ফুটবল ম্যাচ চলাকালে গুলি চালানো হয়েছে স্টেডিয়ামের বাইরে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে সন্দেহভাজন কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি। ছবি: সংগৃহীত