আজকের আলোচিত ছবি: ৮ অক্টোবর ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ না করার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের ৬১ জেলার ডিসি ও পুলিশ সুপারদের সঙ্গে সভায় তিনি এমন পরামর্শ দেন। ছবি: জাগো নিউজ
-
নিত্যপণ্যের দাম প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দ্রব্যমূল্যের দাম বেড়েছিল আবার কমতে শুরু করেছে। আজ নগরীর হোটেল লেকশোরে ‘রেভলিউশনারি ট্রান্সফরমেশন ইন এগ্রিকালচার ফর ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
জাতীয় প্রেসক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক বাংলার সদ্যপ্রয়াত সম্পাদক ও প্রেসক্লাবের আজীবন সদস্য তোয়াব খান এবং সাবেক সভাপতি রিয়াজ উদ্দিনসহ প্রয়াত ১৬ সদস্যের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সভা হয়। ছবি: মাহবুব আলম
-
বাগেরহাট কারাগারে এক মাস ছয় দিন কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন ৩১ ভারতীয় জেলে। আজ দুপুর পৌনে ১২টার দিকে কারাগার থেকে মুক্তি পান তারা। ছবি: জাগো নিউজ
-
রাশিয়ার সঙ্গে ক্রিমিয়াকে সংযোগকারী গুরুত্বপূর্ণ একটি সেতুতে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার কেরচ নামের ওই সেতুতে আগুনের সূত্রপাত হয়। এরপরেই সেতুটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ছবি: সংগৃহীত